![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/assets/news_photos/2021/04/13/image-236539-1618285715.jpg)
লাইফ সাপোর্টে বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান
করোনার কারণে দীর্ঘদিন থেকে অসুস্থ বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান। পরিস্থিতির অবনতি হলে সম্প্রতি তাকে ভর্তি করা হয় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে আছেন। সর্বশেষ তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
গতকাল সোমবার বাংলা একাডেমির একটি সূত্র জানায়, শামসুজ্জামান খানের শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এর আগে গত ৮ এপ্রিল শামসুজ্জামান খান করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।