‘দুর্ঘটনাবশত’ কৃষ্ণাঙ্গ যুবককে গুলি করা হয়েছে, বলছে পুলিশ

এনটিভি আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২১, ০৯:০৫

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের ব্রুকলিন সেন্টার শহরে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ তরুণ নিহতের ঘটনায় দেশজুড়ে ফের তোলপাড় সৃষ্টি হয়েছে। শুরু হয়েছে বিক্ষোভ-প্রতিবাদ। একটি জায়গায় কারফিউও জারি করতে হয়েছে। স্থানীয় পুলিশপ্রধান বলছেন, ২০ বছর বয়সী তরুণ দান্তে রাইটকে ‘দুর্ঘটনাবশত’ গুলি করা হয়েছে। সিএনএন ও বিবিসির খবরে এ কথা জানানো হয়েছে।


স্থানীয় সময় সোমবার সকালে পুলিশপ্রধান টিম গ্যানন সাংবাদিকদের বলেন, দায়িত্বরত পুলিশ কর্মকর্তা হাতে থাকা পিস্তলকে স্টানগান ভেবে ভুলে গুলি ছোড়েছেন।


সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তার শরীরে থাকা ক্যামেরার ফুটেজ দেখানো হয়। সেখানে এমনটিই দেখা গেছে। রাইট জোর করে গাড়িতে ঢুকে বসে পড়েন। ধস্তাধস্তির একপর্যায়ে গুলি ছোড়ার সময় ওই নারী পুলিশ কর্মকর্তা ‘টেজার টেজার টেজার’ বলে দান্তে রাইটকে সতর্ক করেন। এর পরপরই তিনি ট্রিগারে চাপ দেন। গুলি করার সঙ্গে সঙ্গে ভুল বুঝতে পেরে আক্ষেপ করে বলেন, ‘আমি তাকে গুলি করে ফেলেছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও