You have reached your daily news limit

Please log in to continue


সিলেটে করোনায় নতুন আক্রান্ত ১৪২ ও মৃত্যু ২

সিলেটে করোনায় আরো দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩০৩ জনে। এ ছাড়া নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪২ জন। স্বাস্থ্য বিভাগ সিলেটের প্রতিবেদনে জানা গেছে- নতুন আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৯৫, হবিগঞ্জের ৪, মৌলভীবাজারে ১৪ ও ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগী ২৭ জনের করোনা শনাক্ত হয়। নতুন এই ১৪২ জনসহ সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৮১৮ জনে। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৮৭২ জন। এ ছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬৩৩, হবিগঞ্জে ২ হাজার ১৫১ ও মৌলভীবাজারে ২ হাজার ১৬২ জন করোনা শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ জন করোনা আক্রান্ত রোগী। সব মিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৩০ জন। এর মধ্যে সিলেট জেলায় ২১৪, হবিগঞ্জে ১০, মৌলভীবাজারে ৬ জন। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে যে ২ জন মারা গেছেন তারা সিলেট জেলার বাসিন্দা। সেইসঙ্গে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩০৩ জনে। এর মধ্যে সিলেট জেলার ২৩৪, সুনামগঞ্জের ২৬, হবিগঞ্জের ১৮ ও মৌলভীবাজারের ২৫ জন রয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন