করোনা নয়, ক্রেতা-বিক্রেতাদের ভয় প্রশাসনে
গেল বছর ঈদে সন্তানদের নতুন জামা কিনে না দিতে পারার আক্ষেপ অনেক অভিভাবকেরই রয়েছে। তাই এবার সারাদেশের মতো লক্ষ্মীপুরেও অভিভাবকরা তাদের সন্তানদের জন্য নতুন পোশাক কিনতে বাজারে হুমড়ি খেয়ে পড়েছেন। এতে সরকারি নির্দেশনার কথা ভুলে গেছেন ক্রেতা-বিক্রেতা উভয়ই। তবে তারা করোনা সংক্রমণের কথা ভুলে গেলেও প্রশাসনের অভিযানে নিজেকে রক্ষা করতে ভুলেন না।
সোমবার (১২ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শহরের তিতাখাঁ জামে মসজিদ পর্যন্ত দীর্ঘ যানজট দেখা যায়। রিকশায় যাতায়াতের ৫ মিনিটের এ সড়কে ঘণ্টাব্যাপী প্রতিদিন যানজট লেগে থাকে।