ভিনদেশে কেন রমজানে পণ্যের দাম বাড়ে না

প্রথম আলো জার্মানি ওমর ফারুক হিমেল প্রকাশিত: ১২ এপ্রিল ২০২১, ১৮:৪৫

নিয়তি মানুষকে কোথায় নিয়ে যায়, মানুষ জানে না। নিয়তি আর মানুষের পরিকল্পনায় যোজন যোজন ফারাক। পৃথিবীর সবকিছু নিজস্ব সূত্র মেনে চলে। প্রকৃতির নিয়মটাই ভারসাম্য আর নিরবচ্ছিন্নতার সূত্রে গাঁথা। যাহোক, যে বিষয়ের আজ অবতারণা করতে চাই, তা–ই বলি। দক্ষিণ কোরিয়ার প্রবাসজীবন আমার জীবনের সেরা পাঠ, সেরা শিক্ষালয়। পাঠক, বাংলাদেশের পাঠ্যপুস্তক আমার মধ্যে জীবনবোধ যতটুকু জাগিয়েছে, তার চেয়ে বেশি জাগ্রত করেছে প্রবাসজীবন।


পাঠক, আপনারা জানেন, পঞ্চাশের দশকের দিকের জীর্ণ দক্ষিণ কোরিয়া এখন বিশ্ববাসীর কাছে এক অনন্য মডেল। দেশটি ডিজিটাল দুনিয়ায় শুধু নয়, গোটা পৃথিবীর কাছে উপমাময় বিস্ময়। মানবাধিকার সূচকে প্রথম দিকে। প্রযুক্তির উদ্ভাবন ও উৎকর্ষে প্রথম সারিতে। জাপান ও জার্মানিকে মডেল ধরে দেশটি অনুপম উচ্চতায় পৌঁছেছে। ধর্মের চেয়ে কর্ম তাদের আরাধনা। কোরিয়ানরা সুশৃঙ্খল ও পরিশ্রমী জাতি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও