বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মেধাস্বত্বের বাণিজ্য সম্পর্কিত বিভিন্ন দিকবিষয়ক চুক্তি ১৯৯৪ (ট্রিপস) ১৯৯৫ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হলেও শুরুতে এটি বাস্তবায়নের জন্য উন্নত, উন্নয়নশীল ও স্বল্পোন্নত সদস্যদেশগুলোকে প্রাথমিকভাবে এক বছরের সময় দেওয়া হয়েছিল। এর ফলে উন্নত দেশগুলোকে ১৯৯৬ সালের ১ জানুয়ারির মধ্যে চুক্তিটির বাস্তবায়ন করতে হয়। তবে উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোকে ২০০৬ সালের ১ জানুয়ারি অবধি ১০ বছরের অন্তর্বর্তীকাল দেওয়া হয়েছিল। অধিকন্তু, স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে যেখানে বিদ্যমান পেটেন্ট–ব্যবস্থা নেই, সেখানে ১৯৯৬ সালের ১ জানুয়ারি থেকে ফার্মাসিউটিক্যাল ও কৃষি রাসায়নিক পণ্যের পেটেন্ট দরখাস্তের জন্য একচেটিয়া বিপণনের অধিকারসহ মেইলবক্স অনুসরণ করতে বলা হয়েছিল। অর্থাৎ একচেটিয়া বিপণনের অধিকার প্রদান করে পেটেন্ট দরখাস্তগুলো জমা রাখতে হবে এবং অন্তর্বর্তীকাল শেষ হলে পেটেন্ট দরখাস্তগুলো নিষ্পত্তি করে মঞ্জুরকৃত পেটেন্টগুলোর ভূতাপেক্ষ কার্যকারিতা দিতে হবে। এ ছাড়া বিদ্যমান পেটেন্ট–ব্যবস্থা থাকা দেশগুলোর ক্ষেত্রে কোনো রোল ব্যাক প্রযোজ্য হবে না—অর্থাৎ বিদ্যমান পেটেন্ট–ব্যবস্থা থাকা দেশগুলো তাদের আইনে পরিবর্তন এনে পেটেন্ট প্রদান বন্ধ করতে পারবে না (অনুচ্ছেদ ৭০.৮ ও ৭০.৯)।
You have reached your daily news limit
Please log in to continue
উন্নয়নশীল দেশে উত্তরণ ও ওষুধের পেটেন্ট নিয়ে ভাবনা
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন