পীরজাদা আব্বাস সিদ্দিকী পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মুসলমান ভোটের হিসাবটাই গোলমাল করে দিয়েছেন। মাথায় টুপি, মুখে দাড়িসমেত দৃশ্যত সাধারণ, ফুরফুরা শরিফের তরুণ এই পীরজাদা যে দলটি গড়েছেন, তার নাম ‘ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট’ (আইএসএফ)। সে দলের সহসভাপতি মিলন মান্ডি নামে এক সাঁওতাল তরুণ। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি এমনকি ‘নো ভোট টু বিজেপি’ আন্দোলনের পুরোধা অতি-বামপন্থীরাও প্রায় একই সুরে আইএসএফের বিরোধিতায় নেমেছে। তাদের বক্তব্য, মুসলমান ভোট টানার এ এক নতুন ফন্দি। বাম ফ্রন্ট আর কংগ্রেস আইএসএফকে নিয়ে সংযুক্ত মোর্চা নামে একটা পাকাপোক্ত জোট গড়ার পর থেকে তাদের বিরুদ্ধেও মুসলিম ভোট ভাঙানোর প্রচার জোরদার হয়েছে।
You have reached your daily news limit
Please log in to continue
পশ্চিমবঙ্গের নির্বাচনে ‘মুসলমান ভোটের’ ভূমিকা কতটুকু
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন