শুরুতে চীনের ‘ব্যর্থতার’ জেরে করোনার মহামারি দ্রুত ছড়িয়েছে : যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, নভেল করোনাভাইরাসের ব্যবস্থাপনার শুরুর দিকে চীন সহযোগিতামূলক পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ার কারণে মহামারি বিশ্বব্যাপী দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এনবিসি নিউজ চ্যানেলকে স্থানীয় সময় রোববার এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এমন দাবি করেছেন।
অ্যান্টনি ব্লিনকেন বলেন, ‘আমার মনে হয়, চীন জানে, তারা শুরুর পর্যায়ে যা করা দরকার ছিল সঠিক পদক্ষেপটি নেয়নি। ওই ব্যর্থতার ফলে করোনাভাইরাস নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তা না হলে আমার ধারণা এতটা বাজে অবস্থায় পড়তে হতো না। তা ছাড়া আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলকেও ঠিক সময়ে ঘটনাস্থলে যেতে দেওয়া হয়নি এবং তথ্য দেওয়া হয়নি।’