![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fislamabadi-20210412105221.jpg)
হেফাজত নেতা আজিজুল হক ইসলামাবাদী কোথায়?
হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন সংগঠনটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজী।
সোমবার সকালে তিনি জাগো নিউজকে বলেন, ‘গতকাল (রোববার) হাটহাজারী মাদরাসায় বৈঠক শেষে ঢাকা ফেরার পথে নারায়ণগঞ্জ থেকে তিনি আটক হয়েছেন। আমরা জানতে পেরেছি তিনি এখন হাটহাজারী থানায় আছেন। তবে আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না।'