কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গুচ্ছ পদ্ধতিতে ভর্তির ক্ষেত্রে সবার কি সমান সুযোগ থাকছে

কালের কণ্ঠ ড. মোহাম্মদ ইমদাদুল হুদা প্রকাশিত: ১২ এপ্রিল ২০২১, ১০:৩৩

সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মিলে মোট ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয় ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণিতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছে। ব্যাপারটি সাধুবাদ পাওয়ার মতো।


এযাবৎ যা জানা গেছে তা হলো, গুচ্ছ পদ্ধতিতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীরা নিজ নিজ সংশ্লিষ্ট অনুষদে ভর্তি পরীক্ষা দেবেন। অনুষদ পরিবর্তনের জন্য শিক্ষার্থীদের আলাদা কোনো পরীক্ষা দেওয়ার প্রয়োজন হবে না, এই পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করেই তাঁরা অন্য অনুষদে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলো তাদের নিজ নিজ বিভাগের জন্য ভর্তির শর্তাবলি নির্ধারণ করে দেবে। অনুষদ পরিবর্তনের ক্ষেত্রে ভর্তি পরীক্ষার কোন কোন বিষয়ের ফলাফলকে সংশ্লিষ্ট ধরা হবে এবং সেসব বিষয়ে কত কত নম্বর পেতে হবে ইত্যাদি বিষয় উল্লেখ করে দেবে। প্রার্থীরা সেসব শর্ত পূরণ সাপেক্ষে ওই সব বিভাগে আবেদন করার সুযোগ পাবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও