‘আল্লাহর কসম লকডাউন’

জাগো নিউজ ২৪ প্রভাষ আমিন প্রকাশিত: ১২ এপ্রিল ২০২১, ০৯:১৩

গত সপ্তাহে এই কলামে লিখেছিলাম ‘লকডাউনেই হোক করোনা ডাউন’। কিন্তু বাস্তবে হয়েছে উল্টো। লকডাউনের সময়ই করোনা ডাউন না হয়ে আপ হয়েছে। এই সময়ে করোনা সংক্রমণ এবং মৃত্যুর রেকর্ড হয়েছে বারবার। তবে এই নতুন নতুন রেকর্ডের দায় মোটেই তথাকথিত ‘লকডাউন’র নয়। লকডাউনের আগেই আমাদের সীমাহীন উদাসীনতা আর খামখেয়ালির দায় টানতে হচ্ছে এখন সবাইকে।


করোনা যখন কিছুটা নিয়ন্ত্রণে এসেছিল, আমরা সবাই করোনা জয়ের আনন্দে দলে দলে মাঠে নেমে পড়েছিলাম। এই সময়ে আন্দোলন, সংগ্রাম, হরতাল, মারামারি, সভা, সমাবেশ, বেড়ানো, খেলানো সবই হয়েছে। এই ফাঁকে করোনার ঢেউ সুনামি হয়ে আমাদের সবাইকে গ্রাস করে নিতে বসেছে। করোনা মোকাবিলায় আমাদের যা কিছু অর্জন, আমাদেরই খামখেয়ালিতে সব এখন ভেসে যেতে বসেছে। এই সময়ে ইউকে ভ্যারিয়েন্ট, আফ্রিকান ভ্যারিয়েন্ট সব দেশে ঢুকে পড়েছে। এই উদাসীনতার দায় অবশ্যই আমাদের। তবে টিকার তাতে কিছুটা দায় আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও