পাঁচটি ৫০ ওভারের ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে এসেছিল দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল। কিন্তু লকডাউনের কারণে ১৩ এপ্রিল অনুষ্ঠেয় সিরিজের শেষ ম্যাচটি না খেলেই দেশে ফিরতে হচ্ছে দক্ষিণ আফ্রিকার মেয়েদের।
বিসিবির নারী বিভাগের প্রধান শফিউল আলম জানিয়েছেন, দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মতিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম চার ম্যাচের মতো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই শেষ ম্যাচটি হওয়ার কথা ছিল ১৩ এপ্রিল।