![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-04%252F68b9e963-02af-436b-a991-5b96a5bf1080%252FRangpur_DH0576_20210411_Taragonj_hatc__1_.jpg%3Foverlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
মুখে মাস্ক নেই, আছে পকেটে
রংপুরের তারাগঞ্জের ইকরচালী হাটে গিজ গিজ করছে মানুষ আর মানুষ। একজন আরেকজনের গা ঘেঁষে দাঁড়িয়ে। কেউ দরদাম করছেন, কেউ তামাক কিনে ভ্যানে তুলছেন। অধিকাংশ লোকের মুখে মাস্ক নেই। সামাজিক দূরত্বের নির্দেশনা তোয়াক্কা না করে ঝুঁকি নিয়ে চলছে তামাক কেনাবেচা। রোববার সকাল ৯টার দৃশ্য ছিল এটি।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ১৮টি হাটবাজার আছে। তারাগঞ্জ বাজারের পর সবচেয়ে বড় হাট ইকরচালী। প্রতি রবি ও বৃহস্পতিবার এ হাট বসে। বাকি পাঁচ দিন বসে বাজার। এ হাটে পাঁচটি ইউনিয়নের উৎপাদিত তামাক সবচেয়ে বেশি বিক্রি হয়।