কয়েক ঘণ্টার মধ্যে ৫ জেলায় ঝড়-বৃষ্টি

এইসময় (ভারত) আলিপুর আবহাওয়া সেন্টার, কলকাতা প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১, ১৭:২৭

হাঁসফাঁস গরমে স্বস্তি দিতে আসছে বৃষ্টি। আগামী কয়েক ঘণ্টার মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানে ঝড়বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।


তবে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী ১৫ ও ১৬ তারিখ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ, ন্যূনতম ৪৩ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও