![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-04%252F3b8d7f3f-1514-4fde-9681-394e51febc52%252Fprothomalo_bangla_2020_11_466000c7_b0f1_4ca5_ab2d_b00184efd19c_0540121_BARISHAL_PHOTO_5_0211652BAR_4.jpg%3Frect%3D0%252C0%252C1248%252C655%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
কঠোর লকডাউন নিয়ে উদ্বিগ্ন বরিশালের রপ্তানিমুখী শিল্পমালিকেরা
করোনার সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউনের সিদ্ধান্ত আসার পর বরিশালের শতভাগ রপ্তানিমুখী শিল্পের মালিকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তাঁরা বলছেন, কলকারখানাকে লকডাউনের আওতায় এনে বন্ধ করে দেওয়া হলে একদিকে রপ্তানিমুখী শিল্প লোকসানে পড়বে, পাশাপাশি এসব শিল্পে কর্মরত শ্রমিকেরা ছুটি নিয়ে যে যাঁর বাড়িতে গিয়ে অবাধে চলাচল করার সুযোগ পাবেন। এতে করোনা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। এ জন্য শিল্পকারখানাকে এই লকডাউনের আওতামুক্ত রাখা যায় কি না, সে বিষয় পুনর্বিবেচনার দাবি করেছেন তাঁরা।