ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতা : ৪৯ মামলায় আসামি ৩৫ হাজার
ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় পুলিশ ও ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরও তিনটি মামলা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় গতকাল শনিবার পর্যন্ত নতুন এই তিনটি মামলা করা হয়। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় মোট মামলা সংখ্যা ৪৯টি। এরই মধ্যে এ ঘটনায় নতুন করে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গ্রেপ্তার হওয়া আসামির সংখ্যা ৮২ জন।
মামলাগুলোর মধ্যে সদর মডেল থানায় ৪৩টি, আশুগঞ্জ থানায় তিনটি, সরাইল থানায় দুটি ও আখাউড়া রেলওয়ে থানায় একটি মামলা করা হয়। এসব মামলায় এজাহারভুক্ত ২৮৮ জনসহ অজ্ঞাতনামা ৩৫ হাজার জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে এসব মামলায় মোট ৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।