ফের অশান্ত ভাটপাড়া, উদ্ধার বোমা-গুলি
আগামী ২২ এপ্রিল ভাটপাড়া (Bhatpara) বিধানসভা নির্বাচন। তার আগে ফের উত্তপ্ত হয়ে উঠল এলাকা। উদ্ধার হল তাজা বোমা, গান পাউডার, গুলি ও বোমা তৈরির সরঞ্জাম। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ভাটপাড়া থানার পুলিশ অভিযান চালায় মাদরাল অঞ্চলের জয়চণ্ডীতলায়। সেখানেই একটি ক্লাব থেকে এই তাজা বোমা, গুলি ও বোমা তৈরির মশলা উদ্ধার হয়। অস্ত্র আইনে একটি স্বতপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে এলাকার কুখ্যাত দুষ্কৃতী অঙ্কিত সাউ, লক্ষ্মণ দেবনাথ সহ আরও বেশ কয়েকজনের সন্ধান চালানো হচ্ছে।
উত্তর ২৪ পরগনার ভাটপাড়া এলাকায় হিংসার ঘটনা নতুন নয়। ষষ্ঠ দফা নির্বাচনের আগে ফের অশান্তির ছড়ানোর চেষ্টা চলছে বলে অভিযোগ, পালটা অভিযোগ করেছে শাসক ও বিরোধী পক্ষ। হিংসা রুখতে তৎপর নির্বাচন কমিশনও। আর তাই শনিবার রাতেই নয়া নির্দেশিকা জারি করেছে কমিশন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ১ সপ্তাহ আগে
১ বছর, ৪ মাস আগে
১ বছর, ৪ মাস আগে
১ বছর, ৫ মাস আগে
প্রথম আলো
| ভারত
১ বছর, ৫ মাস আগে