![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F34a1ca18-987b-4031-87a1-629ccd32714a%252Feditorial.png%3Frect%3D0%252C114%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকার সমাজের দুস্থ ও অসহায় মানুষকে যে সহায়তা দিচ্ছে, তা মোটামুটি সব মহলে প্রশংসিত। যদিও তালিকা নিয়ে প্রশ্ন আছে। প্রকৃত দুস্থ ব্যক্তিকে বাদ দিয়ে সচ্ছল মানুষকে ভাতা দেওয়ার এন্তার অভিযোগ আছে। এই উপকারভোগীদের মধ্যে আছেন বৃদ্ধ, বিধবা ও দুস্থ নারী ও প্রতিবন্ধী। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, সাতটি নতুনসহ ২০২০-২১ অর্থবছরে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে ১২৩টি সামাজিক নিরাপত্তা কর্মসূচি চলছে। বরাদ্দ ৯৫ হাজার ৫৭৪ কোটি টাকা। কিন্তু শনিবার প্রথম আলোয় ডিজিটালাইজেশন প্রক্রিয়ার কারণে ছয় মাস ধরে উপকারভোগীদের ভাতা আটকে থাকার যে খবর বের হয়েছে, তা খুবই উদ্বেগজনক।