You have reached your daily news limit

Please log in to continue


জরাজীর্ণ লঞ্চে অদক্ষ চালক!

নৌপথে নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ রুটে চলাচল করে ছোট আকারের লঞ্চ। যা নিম্ন মানের লোহার প্লেট দিয়ে তৈরি এবং লঞ্চগুলোর অবস্থা জরাজীর্ণ। কোনো রকম রং মাখিয়ে পানিতে ভাসানো হয়েছে। আকারে ছোট এই নৌযানগুলোর ভেতরের দৃশ্যও অনেক করুণ। বড়জোর অর্ধশত যাত্রী বহন করার ক্ষমতা থাকে লঞ্চগুলোতে। ফিটনেসবিহীন এসব নৌযানের মধ্যে কোনো কোনো সময় ৮০ থেকে ৯০ জন যাত্রীও বহন করা হয়ে থাকে। ফলে প্রায়ই ঘটে দুর্ঘটনা।

 

 

 

নারায়ণগঞ্জ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার তথ্য মতে, নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ রুটে প্রতিদিন ২৩টি, চাঁদপুর রুটে ১৫টি, সুরেশ্বর ও রামচন্দ্রপুর রুটে চারটি লঞ্চ চলাচল করে। এছাড়া মতলব রুটে চলাচল করে ১৩টি নৌযান। যার মধ্যে নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ রুটে চলাচল করা লঞ্চগুলোর ইঞ্জিন খুবই দুর্বল বলে জানা গেছে। এছাড়া অদক্ষ চালক দ্বারাও পরিচালিত হয় লঞ্চগুলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন