ইরানে ২৫৭ শহরে রেড অ্যালার্ট, লকডাউন শুরু
মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে শনিবার থেকে ইরানে ১০ দিনের লকডাউন শুরু হয়েছে। দেশটির ৩১টি প্রদেশের ২৩টিতে এ লকডাউন কার্যকর হবে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আলিরেজা রাইসি জানিয়েছেন, লকডাউনে ব্যবসা, শিক্ষাপ্রতিষ্ঠান, থিয়েটার ও খেলাধুলার অনুষ্ঠান বন্ধ থাকবে এবং বুধবার থেকে শুরু হওয়া পবিত্র রমজান মাসে লোকজনের জড়ো হওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।