মিয়ানমারে সহিংসতা অব্যাহত, ক্যূবিরোধী সংগ্রাম বৃদ্ধির খবর
মিয়ানমারের সামরিক বাহিনী, বৃহস্পতিবার ও শুক্রবার ৮০ জন প্রতিবাদকারীকে গুলি করে হত্যা করেছেI বিক্ষোভকারীরা দেশে অসামরিক সরকার গঠনের দাবিতে শনিবার বিক্ষোভ দেখাচ্ছিলেনI সংবাদ মাধ্যম, প্রত্যক্ষদর্শী এবংঅ্যাসিস্ট্যান্স এসোসিয়েশন ফর পলিটিকাল প্রিসনার্স সংগঠন জানায়, নিরাপত্তা বাহিনী `বাগো' শহরে বিক্ষোভকারীদের ওপর গ্রেনেড দিয়ে হামলা চালালে তাদের মৃত্যু হয়I
জাতিসংঘ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, যে তারা সেখানে জনগণের বিরুদ্ধে ভারী আর্টিলারির ব্যবহারের কথা শুনেছেন এবং জেনেছেন যে, তাদেরকে কোনো চিকিৎসা-সেবাও দেয়া হয় নিI
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
যুগান্তর
| গাজা
১০ মাস আগে