নিভে গেল মশাল শেষ হলো বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২১, ২১:২৭
১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতিতে যে মশাল প্রজ্বলন করেছিলেন গলফার সিদ্দিকুর রহমান ও সাঁতারু মাহফুজা খাতুন শিলা, শনিবার সন্ধ্যায় বিউগলের করুণ সুরের মধ্যে দিয়ে নিভে গেলো সেই মশাল। যার মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হলো ১০ দিনব্যাপী বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের।
৩১ ডিসিপ্লিনে অংশ নেয়া প্রায় সাড়ে ৫ হাজার ক্রীড়াবিদের মহামিলনমেলা ছিল এই বাংলাদেশ। করোনার ঝুঁকি, নানা প্রতিকূলতা ঠেলে শেষ হলো দেশের সবচেয়ে বড় এই ক্রীড়া প্রতিযোগিতা। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি।