১৪ এপ্রিল থেকে হার্ডলাইনে যাবে পুলিশ
করোনাভাইরাসে দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। আর তাই সংক্রমণ রোধে আগামী ১৪ এপ্রিল (বুধবার) থেকে শুরু হতে যাওয়া ‘লকডাউনে’ হার্ডলাইনে যাবে পুলিশ।
শনিবার (১০ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্র জানিয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে আসতে দেওয়া হবে না। এবারের লকডাউনে হার্ডডলাইনে যাবে পুলিশ। যেকোনো মূল্যে মানুষদের ঘরে থাকতে বাধ্য করবে পুলিশ।