বিদেশযাত্রায় করোনার সনদ মিলবে যে ৩৪ বেসরকারি প্রতিষ্ঠানে
বিদেশ গমনেচ্ছু বাংলাদেশি যাত্রীদের করোনামুক্ত সনদ প্রদানের জন্য ৩৪ বেসরকারি প্রতিষ্ঠানকে শর্ত সাপেক্ষে অনুমোদন দিয়েছে সরকার। সরকারি পরীক্ষাগারের বাইরে এসব প্রতিষ্ঠানে নমুনা দিলে তারা পরীক্ষা করে সনদ প্রদান করবে। তবে ওই সনদের কপি অবশ্যই স্বাস্থ্য অধিদফতরের নির্ধারিত ওয়েবসাইটে থাকতে হবে।
অনুমোদনপ্রাপ্ত সেই ৩৪ প্রতিষ্ঠান হলো:আইসিডিডিআরবি, ডি এম এফ এ আর মল্লিক কিউলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক (সোবাহানবাগ), ল্যাবএইড লিমিটেড (ধানমন্ডি), ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল (মহাখালী), আই-দেশি ডায়গনস্টিক সেন্টার।