আমল কবুল হওয়ার বিশেষ ৪ নির্দেশনা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২১, ১৫:২৪
ভালো কিংবা মন্দ; যে কোনো কাজ বা কর্মকেই আরবিতে আমল বলে। আর এ আমলের গ্রহণযোগ্যতাকে কবুল বা মাকবুল বলা হয়। মানুষের সব আমল বা কর্মগুলো কবুল হবে না। ইসলামি পরিভাষায় এ আমলগুলো ভালো-মন্দ দুইভাগে বিভক্ত। ভালো আমলগুলো কবুল হবে আর মন্দ আমলগুলো কবুল হবে না।
নামাজ, রোজা, হজ, জাকাত, দান-সাদকা, উত্তম চরিত্র গঠন ইত্যাদি ভালো আমল আবার সুদ, ঘুষ, চুরি-ডাকাতি, ছিনতাই-রাহাজানি, জেনা-ব্যভিচার, বেপর্দা, মদ-জুয়া ও অসৎ চারিত্রিক কাজগুলো মন্দ বা খারাপ কাজ। মানুষের এসব ভালো ও মন্দ আমল সম্পর্কে আল্লাহ তাআলা বলেন-فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ - وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ‘অতপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে।