বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। দুই ধাপে হতে যাওয়া এ ভর্তি প্রক্রিয়ায় আগামী ৩১ মে ও ১ জুন প্রাক-নির্বাচনী পরীক্ষা (প্রাথমিক বাছাই) এবং এতে উত্তীর্ণ শিক্ষার্থীরা ১০ জুন চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।
বুয়েটের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে কোভিড-১৯ মহামারির কারণে এসব তারিখ পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে তারা।