'এত ভঙ্গ বঙ্গদেশে তবু রঙ্গে ভরা'
বাংলাদেশের সাংবাদিকতায় কিংবদন্তি সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়া তার দৈনিক পত্রিকা ইত্তেফাকে যে রাজনৈতিক কলাম লিখতেন, তার নাম দিয়েছিলেন 'রাজনৈতিক মঞ্চ'। পাকিস্তান আমলের কথা। আইয়ুব খান ১৯৫৮ সালে বন্দুকের জোরে ক্ষমতা দখলের পর সারা পাকিস্তানে রাজনীতি করা এবং রাজনীতি নিয়ে কথা বলা নিষিদ্ধ করে দেন। 'রাজনৈতিক মঞ্চ' নামে মানিক মিয়ার রাজনৈতিক কলাম লেখাও বন্ধ হয়ে যায়।
মানিক মিয়া তখন ঠিক করলেন, তার কলামের নাম হবে 'রঙ্গমঞ্চ'। ইত্তেফাকের তখনকার সম্পাদকমণ্ডলীর কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন, রঙ্গমঞ্চ নাটক-থিয়েটারের অভিনয় মঞ্চ। মানিক মিয়া তার কলামে দেশের নানা অবস্থা নিয়ে আলোচনা করবেন, সেই লেখার শিরোনাম কেমন করে অভিনয় মঞ্চ অর্থাৎ 'রঙ্গমঞ্চ' হয়?