পরকীয়ার জেরে স্বামী খুন, স্ত্রী আটক!
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিজ বাড়ির পাশের পুকুর থেকে জয়নাল আবেদীন কালা (৩৭) নামক এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ এপ্রিল) সকাল ৮টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। পরকীয়ার জের হত্যাকাণ্ডটি ঘটতে পারে সন্দেহে পুলিশ নিহতের স্ত্রী লিমা (২৪)কে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তেলিপাড়া গ্রামের ইসলামের ছেলে জয়নাল আবেদীন ওরফে কালার স্ত্রীর সাথে পার্শ্ববর্তী অপর এক ব্যাক্তির পরকীয়া চলছিলো। এ নিয়ে জয়নাল ও তার স্ত্রী লিমার মধ্যে চরম অশান্তি চলছিল। এরই মধ্যে আজ শনিবার সকালে প্রতিবেশীরা বাড়ির পাশের পুকুরে জয়নালের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে সকাল ৮টার দিকে সীতাকুণ্ড থানার ওসি ( তদন্ত) সুমন বণিকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং ঘটনায় জড়িত সন্দেহে স্ত্রী লিমাকে আটক করে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে