মিয়ানমারে আরো ১০ বিক্ষোভকারী নিহত
মিয়ানমারের ক্ষমতা দখলকারী সেনাবাহিনীর দাবি, তাদের শাসনের বিরুদ্ধে দেশে বিক্ষোভ কমে আসছে। কারণ, জনগণ দেশে শান্তি চাইছে। অথচ শুক্রবারও সেখানে নিরাপত্তাবাহিনীর গুলিতে অন্তত ১০ বিক্ষোভকারী নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াংগনের কাছের শহর বাগোতে নিরাপত্তাবাহিনী শুক্রবার বিক্ষোভকারীদের দিকে রাইফেল গ্রেনেড ছুড়েছে।