![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/04/09/khulshi-police-station-090421-01.jpg/ALTERNATES/w640/khulshi-police-station-090421-01.jpg)
বৃদ্ধের ‘অশ্লীল ছবি তুলে’প্রতারণা, চট্টগ্রামে গ্রেপ্তার ২
অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষককে আটকে ‘অশ্লীল ছবি তুলে’ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারীসহ দুই জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের পুলিশ। শুক্রবার বন্দরনগরীর খুলশী থানার সেগুন বাগান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নগর পুলিশের সহকারী কমিশনার (বায়েজিদ জোন) মো. শাহ আলম জানান।
- ট্যাগ:
- বাংলাদেশ
- প্রতারণা
- অশ্লীল ছবি