![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-04%252Fc57a6407-80b6-420d-9543-1967ef6b41fe%252FDSC_1205.JPG%3Frect%3D0%252C90%252C3000%252C1575%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
এই বৈশাখে কে ক্র্যাফট
প্রথম আলো
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২১, ১৯:১০
পয়লা বৈশাখের অপেক্ষায় বাঙালি। বর্ষবরণের এ মহা উৎসবে দেশীয় নতুন সংগ্রহ নিয়ে উপস্থিত দেশের শীর্ষ সারির ফ্যাশন হাউস কে ক্র্যাফট। সময়, আবহাওয়া ও পরিবেশ উপযোগী নানা পোশাক রয়েছে বৈশাখের আনন্দ আয়োজনে। প্রতিকূল পরিস্থিতি বিবেচনায় রেখে সবাই যাতে উদ্যাপন করতে পারে, এ জন্য সাধ্যের মধ্যেই থাকছে প্রতিটি পোশাকের মূল্য।
- ট্যাগ:
- লাইফ
- রূপ-রঙ
- বৈশাখী
- স্মার্ট পোশাক