![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-04%252F28d9b3c0-2e06-4bcc-822f-58a4fc145ce5%252FSuvagata_Batting_Their_2nd_Test_Day_3__1.jpg%3Frect%3D0%252C0%252C3000%252C1575%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
কেন শুভাগত দলে, জানালেন মিনহাজুল
সাকিব আল হাসান আইপিএলের জন্য থাকছেন না। মাহমুদউল্লাহ টেস্ট দলে আগে থেকেই নেই। শ্রীলঙ্কা সফরে তাই দলে এমন একজনকে দরকার, যিনি ব্যাটিংয়ের সঙ্গে বোলিংটাও ভালো করেন। দেশে এমন ধরনের ক্রিকেটার যে নেই, সেটি নয়, কিন্তু প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন সব সময়ই অভিজ্ঞদের প্রাধান্য দেওয়ার পক্ষে। শ্রীলঙ্কায় টেস্ট সিরিজের জন্য ঘোষিত ২১ সদস্যের প্রাথমিক দলে তাই আছেন শুভাগত হোম।
৩৪ বছর বয়সী শুভাগত হোম শেষবার জাতীয় দলে খেলেছিলেন ২০১৬ সালে। এরপর তিনি নির্বাচকদের হিসাবেই ছিলেন না। সে হিসেবে শ্রীলঙ্কা সফরের প্রাথমিক দলে তাঁর ডাক পাওয়াটা কিছুটা চমকই। তাঁর সঙ্গে এই প্রাথমিক দলে ডাক পেয়েছেন শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম ও শহীদুল ইসলাম। আইপিএলের কারণে নেই পেসার মোস্তাফিজুর রহমান, চোটের কারণে নিউজিল্যান্ড সফর করা দলের হাসান মাহমুদও ডাক পাননি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ টেস্ট খেলা সৌম্য সরকারও ২১ জনের দলে নেই।