ত্বকের ‘পিএইচ’ নিয়ে প্রচলিত ভুল ধারণা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২১, ১৩:৫০
ত্বক পরিচর্যায় ‘পিএইচ’য়ের কথা অনেকেই শুনে থাকবেন। তবে বেশিরভাগ প্রচলিত ধারণাগুলোতে রয়েছে ভ্রান্তি।
ত্বক কেবল বাইরে থেকেই স্বাস্থ্যকর ও সতেজ দেখালে চলবে না, গভীর থেকেও সুন্দর হওয়া প্রয়োজন।
ত্বক বিশেষজ্ঞরা বরাবরই ত্বকের পিএইচ বা ‘পটেনশিয়াল অব হাইড্রোজেন’য়ের কথা বলে থাকেন।
ত্বক ও প্রসাধনী বিশেষজ্ঞদের মতে স্বাভাবিক পিএইচের মাত্রা ৪.৭। তাই অনেক সময় প্রসাধনীর ব্যবহার গুরুতর প্রভাব ফেলে।
- ট্যাগ:
- লাইফ
- ত্বক
- প্রচলিত ভুল ধারণা
- পিএইচ