![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252Faa2a15b9-edba-4628-86c8-5cc7af54015a%252FDead_Body_2.png%3Frect%3D0%252C145%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
কুলাউড়ায় রেলপথে মিলল যুবকের দ্বিখণ্ডিত লাশ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রেলপথে এক যুবকের দ্বিখণ্ডিত লাশ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বরমচাল এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
লাশ উদ্ধার হওয়া ওই যুবকের নাম জামাল উদ্দিন (৩৫)। তিনি উপজেলার ভূকশিমইল ইউনিয়নের গৌড়করণ গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- যুবক
- মরদেহ উদ্ধার
- রেলপথ
- ‘দ্বিখণ্ডিত’