চতুর্থদফা ভোটের আগেই বড় দাবি অমিত শাহের। শুক্রবার তিনি দাবি করেন, যে ৯১টি আসনে নির্বাচন হয়েছে তার মধ্যে ৬৩টি থেকে ৬৮টি আসনে জয়ী হবে BJP। এদিন তিনি বলেন, 'মোদীর জয়প্রিয়তাকে ভয় পাচ্ছেন দিদি।'
শুধু রাজনৈতিক আক্রমণ নয়, এদিন প্রতিশ্রুতির ফুলঝুরি শোনা যায় অমিত শাহের মুখ থেকে। বাংলার কৃষকদের মন পেতে মরিয়া শাহ। তিনি জানান, ক্ষমতায় এলে প্রত্যেক কৃষককের অ্যাকাউন্টে ১৮ হাজার করে দেওয়া হবে। পাশাপাশি কর্মসংস্থান নিয়েও বড় ঘোষণা করেন শাহ। তিনি জানানা, BJP সরকার ক্ষমতায় এলে প্রত্যেক বাড়িতে কমপক্ষে একজন চাকরি দেওয়া হবে।
You have reached your daily news limit
Please log in to continue
৯১টির মধ্যে ৬৩ থেকে ৬৮টি আসনে জিতব: শাহ
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন