![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F34a1ca18-987b-4031-87a1-629ccd32714a%252Feditorial.png%3Frect%3D0%252C114%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
করোনাভাইরাসের সংক্রমণ এবং এ রোগে মৃত্যুর নতুন নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে প্রতিদিন। সংক্রমণের উল্লম্ফন বিস্ময়কর ও উদ্বেগজনক। সংক্রমণের ১২তম মাসের তুলনায় পরের মাসে সংক্রমণ বেড়েছে ৭৪৪ শতাংশ, মৃত্যু বেড়েছে ২৮০ শতাংশ। সংক্রমণের এ হিসাব অবশ্যই আংশিক। এটা শুধু পরীক্ষার মাধ্যমে শনাক্ত সংক্রমণের হিসাব। উপসর্গহীন সংক্রমিত মানুষের সংখ্যা কত, তা জানার কোনো উপায় নেই। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত সংক্রমিত মানুষের মোট সংখ্যা ও দৈনিক সংক্রমণের হার অনেক বেশি।