ফের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়কে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। নির্বাচনী বিধি ভঙ্গের জন্য শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে দ্বিতীয়বার নোটিশ পাঠাল কমিশন। কেন গত ২৮ মার্চ এবং ৭ এপ্রিল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অপ্রীতিকর মন্তব্য করেছিলেন তিনি তা জানতে চাওয়া হয়েছে ওই নোটিশে। আগামী ১০ এপ্রিল অর্থাৎ শনিবারের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। গতকালই মমতা বলেছিলেন, 'একটা কেন ১০টা নোটিশ পাঠাতে পারেন আমাকে।'
এর আগে মুসলিম ভোটারদের নিয়ে তৃণমূলনেত্রীর মন্তব্যের জেরে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিল কমিশন। হুগলির তারকেশ্বরে নির্বাচনী সভায় মুসলিম ভোটারদের উদ্দেশে BJP-র বিরুদ্ধে একজোট হওয়ার বার্তা দেন মমতা। তৃণমূলনেত্রীর এই মন্তব্যের জেরেই নোটিশ পাঠিয়েছে কমিশন, এমনটাই জানা যাচ্ছে। ৪৮ ঘণ্টার মধ্যে মমতার থেকে জবাব তলব করেছে কমিশন।
You have reached your daily news limit
Please log in to continue
দ্বিতীয়বার মমতাকে নোটিশ কমিশনের
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন