কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘এ যেন প্রকৃতির প্রতিশোধ’

ইত্তেফাক বিশ্বজিত পাল প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২১, ০৯:৩২

বিশ্ব সভ্যতার যতই উন্নতি হচ্ছে ততই প্রকৃতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যতই বিশ্ব আধুনিকায়ন হচ্ছে ততই প্রকৃতি তার নিজস্বতা হারাচ্ছে। প্রতিদিনই আমরা বন উজাড় করছি। নির্বিচারে গাছ কাটছি। অরণ্য ধ্বংস করছি নিত্য। শুধুই কি অরণ্য? সঙ্গে পশু-পাখি যা আছে—সব শিকার করছি। আর নিজেদের উদর ভর্তি করছি।


মানুষ রাক্ষসের চেয়ে কম না। সর্বভুক। সব খাচ্ছে নির্বিচারে। সাপ থেকে শুরু করে পোকামাকড় পর্যন্ত—একটাও বাদ দিচ্ছে না। (অবশ্য জাতি ভেদে) সব কিছুর একটা সীমা থাকা দরকার। সীমা লঙ্ঘন করলেই বিপদ; কিন্তু আমরা বিপদকে বিপদ মনে করছি না, ভাবছি না শেষ পরিণতির কথা। আর ভাবছি না বলেই আজ মহাসংকট এসে উপস্থিত হয়েছে। এই সংকট আমি, আপনি—সবার। পুরো বিশ্বের। এই বিপদ থেকে শিক্ষা না নিলে আরো ঘোর বিপদ এসে বিশ্বের সম্মুখে দাঁড়াবে। সেইদিন আর দূরে নয়, অতি সন্নিকটে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও