যে সুযোগ পেয়েও হারিয়ে ফেলেছি

সমকাল রুমিন ফারহানা প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২১, ০৯:১২

২০২১-এর শুরু থেকেই ধাপে ধাপে চলছে স্থানীয় সরকার নির্বাচন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সরকার তার মতো করে জাঁকজমকপূর্ণভাবে পালন করেছে। সেই সঙ্গে এখন চলছে বইমেলা। থেমে থাকেনি বিসিএস প্রিলিমিনারি এবং মেডিকেলে ভর্তি পরীক্ষা। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় সব বন্ধ।


তাই বলে থেমে থাকেনি সপরিবারে সমুদ্রভ্রমণ কিংবা বিনোদন কেন্দ্রে যাওয়া। এমনকি একটু লম্বা ছুটির সুযোগে দেখা গেছে কক্সবাজারে প্রায় ১০ লাখ মানুষের জমায়েত। আসলে গত বছরের শেষ থেকেই মানুষ ভুলতে বসেছিল করোনার কথা। শনাক্তও নেমে এসেছিল ৩ শতাংশের ঘরে। তাই সাবধানতার লেশমাত্র ছিল না কারও মধ্যে। না সরকারের, না সাধারণ মানুষের। স্থল, আকাশ কিংবা নৌপথে চলেছে মানুষের নিত্য আনাগোনা। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছে কোনো বাধা ছাড়াই। এই চরম অসাবধানতার ফল ফলেছিল মার্চের শুরুতেই, যখন করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হয়ে পড়েছিল। সম্প্রতি থেকে সেটি একেবারে গগনচুম্বী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও