মাটিতেই জীবন কাটানো বিপন্ন পাখি ‘ল্যাঞ্জা-রাতচরা’
বার্তা২৪
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২১, ০৮:০৭
সব পাখি যে শুধু গাছের ডালে বসে বা পাতার আড়ালে থেকে জীবন কাটায়- তা কিন্তু নয়। কিছু পাখি মাটিতেও বসবাস করে। মাটিকে আশ্রয় করেই পরিচালিত হয় তাদের জীবনপ্রবাহ। তবে এমন পাখি প্রজাতির সংখ্যা খুবই সীমিত।
আরেকটা কথা। আমাদের চারপাশ থেকে আজ নির্জন ঝোপঝাড়, পাহাড়ি জনমানুষহীন বনভূমি, দিনে লোকসমাগম কম হয় এখন এলাকাগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। ফলে নির্জন এলাকার মাটিকে কেন্দ্র করে টিকা থাকা এই পাখিটির অস্তিত্ব আজ মারাত্মক হুমকির মুখে।
- ট্যাগ:
- লাইফ
- বিপন্ন পাখি
- ল্যাঞ্জা-রাতচরা