ছুটির দিনে জমে ওঠার প্রত্যাশায় প্রকাশকরা
বইমেলা আজ জমে উঠবে, ছুটির দিন বলে এমন প্রত্যাশাই করছেন লেখক, পাঠক ও প্রকাশকরা। আজও যথারীতি মেলার দুয়ার খুলে যাবে বেলা ১২টায়। যেহেতু গণপরিবহন খুলে দেওয়া হয়েছে তাই আজ শুক্রবার ও আগামীকাল শনিবার মেলায় পাঠকের আনাগোনায় মুখরিত হবে। গতকাল মেলায় অল্পবিস্তর বিক্রি হয়েছে সব প্রকাশনা প্রতিষ্ঠানেই।
এদিকে, আগাম কোনো ঘোষণা ছাড়াই গতকাল বিকাল সাড়ে ৪টায় মেলার দুয়ার বন্ধ করে দিলে অনেকেই মেলায় প্রবেশ করতে পারেননি। সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসির দিকের গেটে মানুষের জটলা দেখা গেছে। লকডাউনের মধ্যে অনেকটা পথ পেরিয়ে এসে মেলায় ঢুকতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পাঠকরা। লকডাউনের সময় আগাম গেট বন্ধ করার বিষয়ে প্রকাশকরাও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দাবি জানিয়েছেন, এই লকডাউনের সময় আধা ঘণ্টা আগে গেট বন্ধ করা অযৌক্তিক।