প্রাইভেট পড়ে ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর

জাগো নিউজ ২৪ তেঁতুলিয়া প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২১, ১৯:৫৮

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় ট্রাক্টরের ধাক্কায় আশরাফী জান্নাত ঈশি নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ সময় তার তিন সহপাঠীও আহত হয়। বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার ভজনপুর ইউনিয়নের বগুলাহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ঈশি বুড়াবুড়ি ইউনিয়নের হারাদিঘী গ্রামের আইবুল হকের মেয়ে এবং হারাদিঘী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।


প্রত্যক্ষদর্শী জানান, ঈশি তার বান্ধবীদের সঙ্গে সাইকেলে করে ভূতিপুকুর এলাকার এক শিক্ষকের বাসা থেকে প্রাইভেট পড়ে বাসায় ফিরছিল। ভজনুপুর-ভূতিপুকুর সড়কের বগুলাহাটি এলাকায় একটি ট্রাক্টর (হালচাষ করা) ঈশির বাইসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে সড়কের ওপর পড়ে গিয়ে ঈশি, নাদিয়া, স্মৃতি ও দিপা আহত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও