![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2F01-20210408145708.jpg)
বিয়ে না দেয়ায় যুবকের আত্মহত্যা
কক্সবাজারের চকরিয়ায় বিয়ে না দেয়ায় বাবার ওপর অভিমান করে আত্মহত্যা করেছেন মোহাম্মদ রানা (২১) নামের এক যুবক। বুধবার (৭ এপ্রিল) রাত ৯টায় চকরিয়ার পৌরসভার ৬নং ওয়ার্ডের মগবাজার মাস্টারপাড়ায় এ ঘটনাটি ঘটে। মৃত মোহাম্মদ রানা একই এলাকার নূর নবী সওদাগরের প্রথম ছেলে। তার এ মৃত্যুর জন্য কাউকে দায়ী না করতে চিরকুটে লিখে গেছেন রানা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বিয়ে
- যুবকের আত্মহত্যা