![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-04%252F95a7ccb3-f04d-4b29-9ada-fd05515b3bff%252FSORNA_DHAKA_PARLOR085755.png%3Frect%3D0%252C36%252C500%252C263%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
সঞ্চয় ভাঙার পরও বাড়ি ভাড়া বাকি পড়েছে
নিজে কিছু করার স্বপ্ন থেকেই রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোডে পারলার খুলেছিলেন স্বর্ণা চো সান। ১২ বছরের চেষ্টায় একটু একটু করে দাঁড় করান তাঁর স্বপ্নের পারলার রূপান্তর। বেশ বড় একটা জায়গা ভাড়া নিয়েই পারলারটা তৈরি করেছিলেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এই নারী। কিন্তু তাঁর এক যুগের এই ব্যবসায় সবচেয়ে বড় ধাক্কাটি দিল করোনা। গত বছর মার্চে সরকার সাধারণ ছুটি ঘোষণা করলে আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েন তিনি। সেই ক্ষতি একটু একটু করে কাটিয়ে উঠছিলেন। কিন্তু করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন করে বিধিনিষেধ আরোপের ফলে আবারও বড় ধরনের আতঙ্ক ভর করেছে স্বর্ণার মনে।