তথ্য ফাঁসের আশঙ্কায় যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন পাসপোর্ট চালু করা হবে না
ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যেতে পারে এমন আশঙ্কায় 'ভ্যাকসিন পাসপোর্ট' চালু করার প্রস্তাব বাতিল করে দিয়েছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার (৬ এপ্রিল) হোয়াইট হাউস জানিয়েছে, সরকার এমন কোন সিদ্ধান্ত নেবে না। তবে বেসরকারি সংস্থাগুলি এই পরিকল্পনা খতিয়ে দেখতে পারে। নাগরিকদের গোপনীয়তা ও অধিকার রক্ষা করা উচিত বলে মন্তব্য করেছে হোয়াইট হাউজ কর্তৃপক্ষ।