![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F04%2F07%2Ftelimedicin.jpg%3Fitok%3DsiF_z64o)
করোনাকালে ২৪ ঘণ্টা জরুরি টেলিমেডিসিন সেবা দিবে যুবলীগ
এনটিভি
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২১, ২১:৩৫
করোনাভাইরাসের কারণে অসহায় মানুষদের ফের ২৪ ঘণ্টা জরুরি টেলিমেডিসিন সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে প্রায় শতাধিক চিকিৎসক টেলিফোনে জরুরি স্বাস্থ্যসেবায় নিয়োজিত থাকবেন।