মহামারীর এক বছরে বিশ্বে বেড়েছে ধনীর সংখ্যা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২১, ২০:৫৩
করোনাভাইরাস মহামারীর এই চরম দুর্দিনেও ধনীরা আরো ধনী হয়েছেন, বেড়েছে তাদের আয়। মঙ্গলবার প্রকাশিত ফোর্বস ম্যাগাজিনের ৩৫তম বার্ষিক বিলিয়নেয়ারদের তালিকায় এবার যুক্ত হয়েছে নতুন আরো ৬৬০টি নাম।
ফোর্বস ম্যাগাজিনের প্রতিবেদন থেকে জানা যায়, নতুন যুক্ত হওয়া ৬৬০ বিলিয়নেয়ারের মধ্যে ৪৯৩ জনই প্রথমবারের মত এই তালিকায় জায়গা পেয়েছেন।
অতি ধনীদের এই 'এলিট ক্লাবে’র সদস্যদের মোট সম্পদের পরিমাণ বেড়েছে পাঁচ ট্রিলিয়ন। তালিকায় প্রায় ৮৬ শতাংশেরই মোট সম্পদের পরিমাণ গতবছরের চেয়ে বেড়েছে। অর্থাৎ, প্রতি আটজনের মাঝে সাতজনেরই মোট সম্পদ বৃদ্ধি পেয়েছে।
মহামারীর মাঝেও ধনীদের সম্পদ বেড়ে যাওয়া নিয়ে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার অর্থনীতিবিদ গ্যাব্রিয়েল জাকম্যান বলেন, যুক্তরাষ্ট্রের প্রথম চারশজন ধনীর বর্তমান সম্পদ মার্কিন জিডিপির ১৮ শতাংশ, যা ২০১০ সালের চেয়ে দ্বিগুণ।