![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/04/07/savar-dakati-070421-01.jpg/ALTERNATES/w640/savar-dakati-070421-01.jpg)
সাভারে গামের্ন্টস মালিকের বাড়িতে ডাকাতি
ঢাকার সাভারে তৈরি পোশাক কারখানার এক মালিকের বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ‘দশ লাখ টাকার বেশি’ মালামাল লুট করেছে ডাকাত দল।
বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে সাভার মডেল থানা পুলিশ।
আগে গভীর রাতে ডিসান গামের্ন্টসের ব্যবস্থাপনা পরিচালক আহছান মিয়ার বাড়িতে এ ডাকাতি হয়। তিনি বিজিএমই এর স্টান্ডিং কমিটিরও (ডিআইএফই) চেয়ারম্যান।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ডাকাতি হওয়া মালামাল উদ্ধার ও ডাকাতদের আটকের চেষ্টা চলছে।