![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_3%2Fpublic%2Fimages%2F2021%2F04%2F07%2Fj_s_hime.jpg%3Fitok%3D-lvfzmIX%26timestamp%3D1617793466)
যে কারণে প্রেম করতে পারছেন না হিমি
এনটিভি
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২১, ১৭:০০
তারকাদের প্রেম-বিয়ে-বিচ্ছেদ নিয়ে ভক্তদের তুমুল আগ্রহ থাকে। তবে হাতেগোনা কয়েক জন তারকাই এসব প্রসঙ্গে খোলামেলা কথা বলার সাহস দেখান। সেই তালিকায় ছোট পর্দার অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির নাম রাখা যেতেই পারে।
কারণটা খোলাসা করে বলা যাক। আলাপচারিতার শুরুতে হিমির কাছে জানতে চাওয়া হয়েছিল, ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন রাখা যাবে কি না? অভিনেত্রীর উত্তর, ‘যেকোনো বিষয়েই প্রশ্ন রাখা যাবে।’
এমন উত্তরের পরই জানতে চাওয়া তাঁর প্রেম নিয়ে। হিমির উত্তর, তিনি এখন সিঙ্গেল। এ পর্যন্ত সব ঠিক ছিল। অভিনেত্রী সিঙ্গেল থাকতেই পারেন। কিন্তু এর পরই জানালেন, তিনি নাকি এখনও প্রেম করার সুযোগই পাননি।