ক্ষুর বা ব্লেড নয়, সুতো দিয়ে দাড়ি কামান বৃদ্ধ
অভাবে নাকি শিল্প হয় না অনেকেই বলে অথচ বই ঘাটলে জানা যায় এমন অনেক শিল্পী রয়েছেন যারা অভাবের মাঝেও সাহিত্য রচনা করেছেন। জীবনও এরকম এক শিল্প, আর অভাবের তাড়নায় যখন সব দুয়া বন্ধ হয়ে আসে তখন মানুষ নিজের জীবনেই শিল্পী হয়ে উঠেন। বেঁচে থাকার পথ খুঁজতে গিয়ে প্রকাশ পায় সৃজনশীলতা।
বিশ্বের তৃতীয় দেশ হয়েও এখানকার মানুষরা কখনো জীবনের কাছে হেরে যেতে শেখেনি। নিজের দরকারগুলো অভাবের মধ্যেও অভিনবভাবে পূরণ করার ক্ষমতা রাখেন তারা। এই যেমন এই বয়স্ক ভদ্রলোককে দেখা গেল নিজস্ব উদ্ভাবনী শক্তি প্রয়োগ করে দাড়ি কামাতে।
- ট্যাগ:
- জটিল
- ব্লেড
- সুতা
- ক্ষুর
- দাড়ি কামানো